তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মানবতার এক চরম দৃষ্টান্ত স্থাপন করলেন মেহেরপুর জেলার গাংনী থানা ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম। সারা বিশ্ব করোনা ভাইরাস আতঙ্কে কর্মহীন হয়ে পড়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রভাব পড়েছে।
দিন দিন রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সে কারণে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এ থেকে উদ্বুদ্ধ হয়ে গাংনী থানা ওসি (তদন্ত) তার দুই মাসের রেশন থেকে টাকা গুলো জমিয়ে গাংনী থানার আশেপাশে অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে গাংনী থানা আঙ্গিনায় ২৪ টি অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করেন। খাদ্য তালিকায় চাল, আটা, তেল, সেমাই, চিনি, দুধ ও একটি সাবান স্থান পেয়েছে।
সংবাদটি আশেপাশে ছড়িয়ে পড়লে পুলিশ সম্পর্কে স্থানীয় মানুষের ধারণাটা কিছুটা হলেও পাল্টে গেছে। মানুষ বুঝতে পেরেছে পুলিশরাও মানুষ তাদেরও সুন্দর একটি মন রয়েছে। অসহায় মানুষের কষ্ট দেখলে তাদের হৃদয় কেঁদে ওঠে। তারাও কারো সন্তান, কারো ভাই, কার স্বামী, কারো পিতা।
সামাজিক মানুষ হিসেবে তারাও তাদের নিজ নিজ জায়গা থেকে অসহায়-দুস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসতে চায়। তারপরও বাধ্যবাধকতার গণ্ডি পেরিয়ে কখনো কখনো পুলিশকে মানবিকতার চরম দৃষ্টান্ত স্থাপন করতে দেখা গেছে। যেমনটি দেখা গেল গাংনী থানা ওসি (তদন্ত) সাজেদুল ইসলামকে। সমাজের বিত্তবানরা অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসুক এমনটিই আশা করেন ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম।