মেহেরপুর নিউজঃ
মেহেরপুরি স্পোর্টিং ক্লাব ও ব্রাইট স্টার ক্লাবের যৌথ উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে বোষপাড়া সেভেন স্টার।
বুধবার বিকেলে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বোষপাড়া সেভেন স্টার ২-১ গোলে প্রতাপ রোমেল ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের নাজমুল দুটি গোল করেন। প্রতাপ রোমেল একাদশের সাজু একটি গোল শোধ দেন।
বিজয়ী দলের নাজমুল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এবং তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।