মেহেরপুর নিউজ:
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে ঐতিহাসিক ‘১৭ এপ্রিল মুজিবনগর দিবস’ উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে আনুষ্ঠানিক ভাবে পুষ্পমাল অর্পণ করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প মালা অর্পণ করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,সাবেক পুলিশ সুপার মাহবুব হোসেন সহ সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সেখানে আওয়ামী লীগসহ দলটির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন।