মেহেরপুর নিউজ:
করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের হাটে “বক্স সেপ হাট ম্যানেজমেন্ট সিস্টেম” চালু করা হয়েছে।
একটি বক্স থেকে অন্য বক্সের দূরত্ব ১০ ফুট এবং এই লাইন থেকে অন্য লাইনের দূরত্ব ২০ ফুট। প্রতিটি বক্সে একটি দোকান বসবে। একটি দোকানে একজন ক্রেতা পণ্য ক্রয় শেষ হলে অন্যজন ক্রয় করবে।
চুন দিয়ে বক্সগুলো তৈরি করা হয়। বুধবার বিকেলে থেকে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি “বক্স সেপ হাট ম্যানেজমেন্ট সিস্টেম”এর উদ্বোধন করেন। পরে হাট চলাকালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাট পরিদর্শন করেন