মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ ডিসেম্বর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের বাবর আলীর ছেলে আব্দুল কাদেরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত দল প্রায় নগদ টাকা সহ লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়েছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক আব্দুল কাদের জানান, ১০/১২ জনের একদল ডাকাত অস্ত্রসাজে সজ্জিত হয়ে তার তার বাড়তে প্রবেশ করে। পরে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ টাকা সহ লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।