মেহেরপুর নিউজ ২৪ ডট কম ,১৩ সেপ্টেম্বর:
মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হেসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার, মুজিবনগর থানার ওসি মনিরুজ্জামান মোল্লা, ড. শাহনেওয়াজ প্রমুখ । মতবিনিময় সভায় মহাজনপুর ইউনিয়নের সদস্য ও বিশিষ্ট্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এর আগে বিভাগীয় কমিশনার মহাজনপুর ইউনিয়ন পরিষদে এসে পৌছালে চেয়ারম্যান আমাম হোসেন মিলু তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান । পরে তিনি ইউ আরসির কর্মকান্ড পরিদর্শন করেন।