মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ ফেব্রুয়ারী:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামে চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় দুজনকে কুপিয়ে জখম করেছে দূবৃর্ত্তরা।
আহত ফিয়াজ গাজী মেহেরপুর নিউজকে বলেন, বেশ কিছুদিন ধরে সন্ত্রাসীরা তার কাছে মোবাইল ফোনে লক্ষাধিক টাকা চাদা দাবি করে আসছিল । একই গ্রামের হাসিবুল ২০ হাজার টাকার বিনিময়ে চাঁদাবাজদের সাথে আপোশ করার প্রস্তাব দিলে ফিয়াজ গাজি ও তার পরিবারের লোক জন এর প্রতিবাদ করে এবং তাকে চাঁদাবাজদের ধরিয়ে দেবার জন্য চাপ দিতে থাকে । এর জের ধরে আজ শুক্রবার বিকাল ৫ টার দিকে হাসিবুল, সুরুজ ও ওমরসহ ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল আকষ্মিক ফিয়াজ গাজির বাড়িতে হামলা করে ফিয়াজ গাজী ( ৪৫) ও আসাদুল (৪২) কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পারিবারের লোকজন তাদের উদ্ধার করে আসাদুলকে বল্লভপুর হাসপাতালে এবং ফিয়াজ গাজীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান আহত ফিয়াজ গাজির পেটে ২০ টি সেলাই হয়েছে ।তার অবস্থা বর্তমানে আশংকা মুক্ত।
