মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগ ১৯৭১ সালে মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী আনসার বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের সাথে মত বিনিময় ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে মুজিবনগর উপজেলা আনসার ভিডিপি কার্যালয় চত্বরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে গার্ড অব অনার প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের পরিবার বর্গের সাথে মত বিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বি বিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন বিভিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ আনসার ব্যাটালিয়ন, ডিঙ্গেদহ, চুয়াডাঙ্গা, উপ-পরিচালক তরফদার আলমগীর হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অস্থায়ী সরকারকে গার্ড অব অনার প্রদানকারী সদস্য সিরাজ উদ্দিন, আজিম উদ্দিন, আনসার উদ্দীন, নার্গিস পারভীন, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, রন্জন আলী।
পরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি’র পক্ষ থেকে বীরপ্রতিক আনসার সদস্য শহীদ ওয়ালিউর রহমানের পরিবারসহ ১২ জন “গার্ড অব অনার”প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের পরিবারের মধ্যে নগদ ২৫ হাজার টাকা করে সর্বমোট নগদ ৩ লক্ষ ২৫ হাজার টাকা শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এছাড়াও “গার্ড অব অনার” প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন উপ মহাপরিচালক, শাহ্ আহমদ ফজলে রাব্বী, বিএএম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা, খুলনা রেঞ্জ, খুলনা মতবিনিময়কালে “গার্ড অব অনার” প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য মোঃ সিরাজ উদ্দিন বলেন, “আমাদের বর্তমান মহাপরিচালক একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, তাকে পেয়ে আমরা গর্বিত” এবং “গার্ড অব অনার” প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য মোঃ আজিমুদ্দিন শেখ বলেন, গত ৪৩ তম জাতীয় সমাবেশে আমরা মহাপরিচালক মহোদয়ের সাথে সাক্ষাতের সুযোগ পেয়েছি। তিনি উদার মনের একজন অভিভাবক এবং এবারই প্রথম আমরা একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে মহাপরিচালক হিসাবে পেয়েছি।