মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগ ১৯৭১ সালে মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী আনসার বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়।
রবিবার বিকেলে মুজিবনগর উপজেলা আনসার ভিডিপি কার্যালয় চত্বরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে গার্ড অব অনার প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের পরিবার বর্গের সম্মানে এ ইফতার পার্টির আয়োজন করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বি বিএম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাহাদাত হোসেন বিভিএম, ১৪ আনসার ব্যাটালিয়ন, ডিঙ্গেদহ, চুয়াডাঙ্গা, উপ-পরিচালক তরফদার আলমগীর হোসেন,ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট মোঃ আশিকউজ্জামান,কুষ্টিয়া জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান,মেহেরপুর জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আল-মামুন, মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম,১৪ আনসার ব্যাটালিয়নে কোম্পানী কমান্ডার মোঃ জাহিদুল ইসলাম, অস্থায়ী সরকারকে গার্ড অব অনার প্রদানকারী সদস্য সিরাজ উদ্দিন, আজিম উদ্দিনসহ বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।