মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। এদিকে এর আগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি বের করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস এর নেতৃত্বে র্যালিটি উপজেলা পরিষদ শুরু করে মুজিবনগর স্মৃতিসৌধ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।