মেহেরপুর নিউজ, ১৩ মার্চ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়নে রবিবার বিকালে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আ.লীগের দু’বিদ্রোহী এবং বিএনপির এক বিদ্রোহী প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া ১০জন সদস্য (সাধারণ) তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এর মধ্যে বাগোয়ান ইউনিয়নের আ.লীগের বিদ্রোহী প্রাথী উপজেলা যুবলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, দারিয়াপুর ইউনিয়নের আ.লীগের বিদ্রোহী প্রার্থী আজিমুল বারী এবং একই ইউনিযয়নে বিএনপির একমাত্র বিদ্রোহী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক। এছাড়া বাগোয়ান ইউনিয়নে সদস্য পদে ৭ জন , মহাজনপুর ইউনিয়নে ২ জন, দারিয়াপুর ইউনিয়নে ২ জন এবং মোনাখালী ইউনিয়নে ১ জন সাধারন সদস্য তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকতা আব্দুল হাদি জানান, বাগোয়ান ইউনিয়নে ১জন (স্বতন্ত্র), দারিয়াপুর ইউনিয়নের দুজন (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী এবং ৪টি ইউনিয়ন থেকে ১০ জন সাধারণ) সদস্য তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
চেয়ারম্যান পদে বাগোয়ান ইউনিয়নের যারা থাকলেন জেলা আওয়ামীলীগ প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন, বিএনপি প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মানজারুল ইসলাম, জামায়াত থেকে সেলিম খান। মহাজনপুর ইউনিয়নে যারা থাকলেন, বর্তমান চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, বিএনপি প্রার্থী জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা, আ.লীগ বিদ্রোহী মিসকিন আলী ,স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জেল হোসেন। দারিয়াপুর ইউনিয়নে আলীগ প্রার্থী অ্যাড. কলিম উদ্দিন, বিএনপি প্রার্থী উপজেরা বিএনপির সদস্য আনছারুল ইসলাম কাঠু, আ.লীগের বিদ্রোহী তৌফিকুল বারী বকুল, জামায়াত প্রার্থী আওলাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী হাসেম আলী, জাতীয় পার্টি (মঞ্জু) দারিয়াপুর ইউনিয়নে একমাত্র মওলাদ আলী
মোনাখালি ইউনিয়নে পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নতুন মুখ রফিকুল ইসলাম রফা গাইন, মোনাখালি ইউনিয়নে জেলা সেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক আজিমদ্দিন গাজী । মোনাখালিতে খানজাহান আলী।