মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মুজিবনগরে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মুজিবনগর উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর।
এ সময় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. আমানুল্লাহ।
অনুষ্ঠানে ৭টি বিষয়ে মোট ৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং সেরা অবস্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।