মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডল উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করেন।
মুজিবনগরের বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৬১টি পরিবার ও প্রতিষ্ঠানকে এই সহায়তার আওতায় আনা হয়। প্রত্যেককে একটি করে ঢেউটিনের বান্ডিল এবং ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।