মেহেরপুর নিউজঃ
তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মুজিবনগর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে দারিয়াপুর ফুটবল মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি পলাশ মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
উদ্বোধনী খেলায় মোনাখালী ইউনিয়ন বি দল জয় লাভ করে। খেলায় মোনাখালী বি দল ৩-০ গোলে দারিয়াপুুর ইউনিয়ন বি দলকে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত রত্ন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুব উন্নয়ন অফিসার রকিবউদ্দিন, সদস্য জহিরুল ইসলাম হাসান, মুস্তাফিজুর রহমান, সাহার আলি প্রমুখ উপস্থিত ছিলেন।