মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মুজিবনগরের গোপালনগর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, দুর্নীতি দমন কমিশনের কুষ্টিয়া অঞ্চলের উপ-পরিচালক সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন আল আজাদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বাকের আলী, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স এবং গোপালনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।
এর আগে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১১টি বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং আম্রকানন মাধ্যমিক বিদ্যালয় সমান পয়েন্ট অর্জন করে। পরে লটারির মাধ্যমে শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ী দল ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।