মুজিবনগর প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা প্রমূখ। এদিকে এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে মুজিবনগর উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে মুজিবনগর কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
পরে মুজিবনগর থানার পক্ষে অফিসার ইনচার্জ ওসি মেহেদী রাসেল, মুক্তিযোদ্ধাদের পক্ষে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা আহসান আলী
স্বাস্হ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান , উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন ,বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ , বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মধু সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তকিম হক খোকন,মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বল্টু, কৃষক লীগের সভাপতি জাহীদ হাচান রাজীব, সম্পাদক শাহিনুজ্জামান মানিক,উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ পৃথক পৃথকভাবে পুষ্প মারলে অর্পণ করেন।