মেহেরপুর নিউজ:
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (SEIP) এর আওতায় মেহেরপুরের মুজিবনগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে মেহেরপুর জেলা ও মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মামুন আল আজাদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ফখরুল ইসলাম। মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসনাইন জাহিদ এর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাজনপুর মহাবিদ্যালয় প্রভাষক সাইদুল ইসলাম, দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, মানিকনগর ডিএস মাদ্রাসার সুপার আসাদুজ্জামান আল গালিব,শিক্ষার্থী ওবায়দুল্লাহ, রুবাইয়া প্রমূখ।
অনুষ্ঠান শেষে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল ও পারফরমেন্সের ভিত্তিতে মোট ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়, যার মধ্যে ২০ জন ছাত্র ও ২০ জন ছাত্রী রয়েছে।