মুজিবনগর প্রতিনিধি:
মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ভবেরপাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে করোনা ভিকটিম ২০০ পরিবারের মাঝে ৪ কেজি চাউল,২ কেজি আটা,১ লিটার তৈল,হাফ কেজি ডাল,২কেজি আলু,সাবান ১টি,মাস্ক ১ টি,লবন ১ প্যাকেট খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সমগ্রী বিতরণের উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি ও মুজিবনগর থানা ইনচার্য (ওসি) আব্দুল হাশেম। এসময় উপস্থিত ছিলেন ভবেরপাড়া যুব সমাজের সদস্যবৃন্দ।