মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগরে কেদারগঞ্জ বাজার জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির সময় সাগর (২৭) নামের এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
আটক সাগর মেহেরপুর সদর উপজেলার সুবিরপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সকালে কেদারগঞ্জ বাজার মসজিদের তালা ভেঙে দানবাক্স থেকে টাকা চুরির সময় সাগরকে হাতেনাতে ধরে ফেলেন তারা। এরপর তাকে গণপিটুনি দিয়ে আটকে রাখা হয়।
খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাগরকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরে থানায় নিয়ে যায়।