মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাসের কারণে মুজিবনগর উপজেলায় সোমবার পর্যন্ত সরকারি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ব্যক্তিগত ত্রাণ বিতরণের বিস্তারিত বিবরণ:
প্রথম পর্যায়: চা দোকানদার ও সেলুনকর্মী ১ হাজার পরিবার প্রতি- ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ২ কেজি ডাল, ২ কেজি তেল, লবন ১ কেজি।
দ্বিতীয় পর্যায়: ৫০০ দুস্থ পরিবার প্রতি- ১০ কেজি চাল, ২ কেজি আলু, ৫শ গ্রাম ডাল, ৫০০ মিলি তেল। তৃতীয় পর্যায়: ৮শ পরিবার- ভ্যান, অটো, আলগামন, পাখিভ্যান, নসিমন ইত্যাদি পরিবার পরিবার প্রতি ১৫ কেজি করে চাল।
চতুর্থ পর্যায়: ৭৫ পরিবার- বীর মুক্তিযোদ্ধা পরিবার প্রতি ১৫ কেজি করে চাল।
পঞ্চম পর্যায়: ২শ পরিবার- ভ্যান, অটো, আলগামন, পাখিভ্যান, নসিমন ইত্যাদি পরিবার প্রতি ১৫ কেজি করে চাল।
ষষ্ঠ পর্যায়: ৮শ দুস্থ পরিবার প্রতি- ১০ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ মিলি তেল। সপ্তম পর্যায়: ৪শপরিবার- মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ী ও ভ্যান চালকদের পরিবার প্রতি ১৫ কেজি করে চাল। অষ্টম পর্যায়: ১ হাজার ২শ পরিবারের ভ্যান, অটো, আলগামন, পাখিভ্যান, নসিমন ইত্যাদি পরিবার প্রতি ১৫ কেজি করে চাল।
নবম পর্যায়: ১ হাজার পরিবার- প্রথম পর্যায় প্রদানকৃত ১হাজার পরিবার প্রতি পুনরায় ১০ কেজি করে চাল। দশম পর্যায়: ১হাজার ৮শ দুস্থ পরিবার প্রতি ১৫ কেজি করে চাল।
একাদশ পর্যায়: ৩ হাজার ২শ দুস্থ পরিবার প্রতি ১৫ কেজি করে চাল। সর্বমোট ১০ হাজার ৯শ ৭৫ টি পরিবার। তবে ১ হাজার জন চা দোকানদার ও সেলুনকর্মীকে দুই বার করে ত্রাণ দেওয়া হয়েছে। সে হিসাবে মোট পরিবার সংখ্যা হবে ৯ হাজার ৯শ ৭৫টি। অর্থাৎ ১হাজার টি পরিবারকে দুইবার করে এবং ৮ হাজার ৯ শ ৭৫টি পরিবারকে একবার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ যাবত প্রদানকৃত সকল ত্রাণই উপজেলা পরিষদের হল রুমে আমার নিজস্ব তত্ত্বাবধানে প্যাকেট প্রস্তুত করে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা/কর্মচারী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও গ্রাম পুলিশের মাধ্যমে সরাসরি প্রতিটি ওয়ার্ডে গিয়ে ও বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে প্রদান করা হয়েছে। ফলে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের নজির স্থাপন হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি ত্রাণ বিতরণে সার্বক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেছেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেছেন। এ জন্য আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়া ত্রাণ বিতরণে কার্যক্রমে সরাসরি অংশগ্রহণকৃত সরকারি কর্মকর্তা/কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরপরও মুজিবনগরে কোনো অসহায় বা অভুক্ত পরিবার থাকলে তাদের ত্রাণ বিতরণ করা হবে।