মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০১ আগষ্ট:
মেহেরপুর জেলা আওয়ামী তরুণলীগের উদ্যোগে তরুণলীগের এক আলোচনা সভা শেষে মেহেরপুর সদর,মেহেরপুর পৌর এবং মুজিবনগর উপজেলা আওয়ামী তরুণ লীগের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা তরুণলীগের আহবায়ক ননীগোপাল সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের কোষাধাক্ষ মাহফুজুর রহমান রিটন, যুবলীগ নেতা শহিদুল ইসলাম পেরেশান, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, তরুন লীগের নেতা রাকিবুল হাবিব, নূর হোসেন,.জিয়াউর রহমান, অসীম কুমার, রেজাউন আবিদ প্রমুখ। পরে সাজেদুল ইসলাম কে সভাপতি ও রেজাউন আবিদকে সাধারন সম্পাদক করে মেহেরপুর সদর উপজেলা। নূর হোসেনকে সভাপতি ও রাজিব শেখ কে সাধারন সম্পাদক করে মেহেরপুর পৌরসভা। রকিবুল হাবিবকে সভাপতি ও জিয়াউর রহমানকে সাধারন সম্পাদক করে মুজিবনগর উপজেলা তরুন লীগের কমিটি গঠন করা হয়। পরে নবগঠিত সদস্যদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হয় এবং পরে একটি আনন্দ মিছিল বের করা হয়।