মেহেরপুর নিউজ:
আগামী ২৩ জানুয়ারি মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে মুজিবনগরে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিলটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমিরুল ইসলাম, সদস্য মশিউর রহমান।ইউনিয়ন বিএনপি’র সভাপতি রায়হানুল কবীর, হাফিজুল ইসলাম, রফিকুল ইসলাম, আসাদুল হক কালু, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, কাওসার আলী প্রমূখ।
এর আগে সম্মেলন সফল করার আহ্বানে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে মিছিলটি মুজিবনগর সড়ক প্রদক্ষিণ করে।