মেহেরপুর নিউজ:
জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালের দিকে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মুজিবনগর উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি ও মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম,মেহেরপুর পৌর বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি নুরুল আহমেদ,মুজিবনগর উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ । পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।