মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান।
বক্তব্যপর্ব শেষে চিত্রাঙ্কন, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।