মেহেরপুর নিউজ:
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের মেধাবি ছাত্র মুশফিকুর রহমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জেলার ২য় সেরা।
মুশফিকুর রহমান মেহেরপুর বোস পাড়ার বাসিন্দা। ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমান বকুল এবং নাহিদা ইয়াসমিনের একমাত্র ছেলে।
মুশফিকুর রহমান এসএসসি পরীক্ষার মূল ১১৫০ নম্বরের মধ্যে ১১০০ নাম্বার লাভ করেন। সে বিদ্যালয় বাদে প্রতিদিন গড়ে ৭-৮ ঘন্টা করে নিয়মিত লেখাপড়া করত।
মুশফিকুর রহমান জানায়, ভালো পরীক্ষা দিয়েছিলাম। ফলাফল ভালো করব এমন আশা ছিল। কিন্তু জেলার মধ্যে ২য় স্থান অর্জন করবো সেটা ভাবতে পারিনি। তার ফলাফলের পিছনে পিতা-মাতা এবং বিদ্যালয়ের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি বলে সে জানায়। মুশফিকুর রহমান ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। সে সকলের কাছে দোয়া কামনা করেছে।
সে এই প্রাপ্তির জন্য মহান আল্লাহ্র শুকরিয়া ও তাঁর পিতা মুস্তাফিজুর রহমান বকুল, মাতা নাহিদা ইয়াসমিন এবং তাঁর সম্মানীত শিক্ষকদের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করে।