মেহেরপুর নিউজ:
করনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সন্ধ্যা থেকে ওষুধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সকল প্রকার মার্কেট ও দোকান পাট বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যার পর মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে এবং সেই সাথে মেহেরপুরের আমঝুপি, বাড়াদি, পিরোজপুর সহ বিভিন্ন গ্রামের বাজার গুলিতেও ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সকল প্রকার দোকান-পাট বন্ধ করে দেওয়া হয়েছে।
নিয়ম না মানলে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সহকারী কমিশনার ভূমি মাইনুদ্দিন।