মেহেরপুর নিউজ:
পৌছে যাবে গরীর দুঃখী মানুষদের বাড়ি স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলার আমঝুপী গ্রামের যুবক ভাইদের উদ্যোগে অসহায় দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হযেছে।
আমঝুপী গ্রামের উওরপাড়ার জহুরুল,সানোয়ার জাহিদ লাবলু,নাহিদ,জালাল আজমিরুল, বাদশা তরুণ ভাইদের নেতৃত্বে আমঝুপি গ্রামের বিভিন্ন এলাকায় ৪৬ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।