মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব প্রিমিয়ার লীগে গাঁড়াডোব ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার বিকেলে গাঁড়াডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গাঁড়াডোব কিংস সিটি একাদশকে টাইব্রেকারে ১ গোলের ব্যবধানে পরাজিত করে।
নির্ধারিত সময়ের মধ্যে খেলা অমিমাংসিত থাকায় শেষ পর্যন্ত টাইব্রেকারে হয়। টাইব্রেকারে গাড়াডোব ফুটবল একাদশ ৩ গোল ও কিংস সিটি একাদশ ২ গোল করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরূষ্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দলকে একটি বড় ছাগল ও রানার্স আপ দলকে ছোট একটি ছাগল পুরুষ্কার দেওয়া হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, ধানখোলা ইউপি চেয়ারম্যান মোঃ আখেরুজ্জামান, মেম্বর আবু জাফর, ফিরোজ আহম্মেদ, সাবেক মেম্বর ওসমান আলি, গাড়াডোব কাজলা ক্রীড়া চক্রের সভাপতি সেকেন্দার আলি, গাংনী পৌরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, পৌর যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান বাবু উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন আয়োজক কমিটির পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।