তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশ লিফলেট বিতরণ করেছে। আজ বুধবার দুপুরে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোস্তাফিজুর রহমান’র নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।
তিনি গাংনী বাসস্ট্যান্ডের বিভিন্ন শপিংমলের ক্রেতা বিক্রেতাদের শারীরিক দূরত্ব বজায় রাখাসহ জেলা পুলিশের ১৩ টি নির্দেশনা তুলে ধরেন। মেহেরপুর নিউজ’র সাংবাদিক তোফায়েল হোসেনের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর ও মার্কেটগুলোতে কি ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ? এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জানান, জেলা উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোর প্রবেশ পথে পুলিশী পয়েন্ট বসানো ও নজরদারি বাড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ সময় গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, ওসি (তদন্ত) সাজেদুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।