তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কাথুলী ইউনিয়নের গ্রাম ইউনিট সদস্যরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গাড়াবাড়িয়া বিশ্বাস পাড়ায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কাথুলী ইউনিট সদস্য, গ্রামবাসী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা’র সহযোগিতায় ১২০ টি পরিবারকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ইউনিট জেলা সমন্বয়কারী ফিরোজ আহমেদ পলাশ, এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দিন, কুতুবপুর স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক রেজাউর রহমান রেজাসহ টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।