তোফায়েল হোসেন ,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে পৌরসভার উদ্যোগে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি স্প্রে কার্যক্রমের উদ্বোধন হয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে গাংনী বাজার মসজিদের সামনের পাকা সড়ক থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় পৌর মেয়র আশরাফুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও পৌর কর্মচারীরা উপস্থিত ছিলেন।