তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ ছাত্রলীগ গাংনী পৌর শাখার উদ্যোগে সবজি বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে গাংনী বাজারের কাথুলী মোড় এলাকায় অসহায় কর্মহীন মানুষের মাঝে এ সবজি বিতরণ করা হয়।
গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব এর নেতৃত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সবজি বিতরনের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতা অবলম্বন ও নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য তাগিদ দিয়েছেন। তিনি বলেন, দেশে লাফিয়ে লাফিয়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর থেকে পরিত্রাণের জন্য নিজ নিজ বাড়িতে অবস্থান ছাড়া কোন উপায় নাই।
তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সরকারি সকল নিয়ম কানুন মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করেন। এ সময় গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তহিদুল ইসলাম, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।