তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে পৌর বিএনপি’র উদ্যোগে ৪শ’টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৬ টার সময় গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের পৃষ্ঠপোষকতায় এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রাজ্জাক মাস্টার এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ।
এসময় জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা বিএনপি’র সাধারণ-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, বিএনপি’র অন্যতম নেতা জামাল উদ্দিন,গাংনী পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইনসারুল হক ইন্সু,গাংনী থানা যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুনসাদ আলী, গাংনী উপজেলা যুবদলের আহ্বায়ক চপল বিশ্বাস,পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান,সদস্য সচিব এনামুল হক,
জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসাইন, সহ-সভাপতি সাজেদুর রহমান বিপ্লব, সহ-সভাপতি ফয়জুল আলম মানিক,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও ছাত্রদল নেতা নাঈম ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।