তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রাপ্ত নগদ অর্থ প্রতিবন্ধীদের মাঝে প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান। এ সময় উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান সার্বিক সহযোগিতা করেন।
উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত ৫০ জন প্রতিবন্ধীর মাঝে এ নগদ অর্থ প্রদান করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেক প্রতিবন্ধীকে ৫ শ টাকা করে নগদ প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।