তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ২ ব্যবসায়ীকে মোট ১ হাজার ১ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার বিকালে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে সরকারি আইন না মানায় ব্যবসায়ীদেরকে এ জরিমানা করা হয়।
জরিমানা প্রদানকারী ব্যবসায়ীরা হলো: ছাতিয়ান গ্রামের মৃত মাওলা বক্সের ছেলে আইয়ুব আলী ১ শ’ ও বামন্দী গ্রামের হাজী আব্দুল বারী’র ছেলে চঞ্চল ১ হাজার টাকা। এছাড়াও ষোলটাকা ইউনিয়নের ঝোড়পাড়া ভোলাডাঙ্গা গ্রামের মোড়ে অবৈধভাবে গড়ে ওঠা হাট বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। গাংনী থানা পুলিশের এস আই আব্দুল হান্নানসহ সঙ্গীয় ফোর্স এ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।