তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সরঞ্জাম প্রয়োজন। নিরাপত্তা সরঞ্জাম ছাড়া চিকিৎসা দিতে গেলে স্বাস্থ্যকর্মীরাও এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে এই দিক বিবেচনা করে মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে পারসোনাল প্রটেকটিভ ইকুপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের নিজস্ব কার্যালয়ে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রিয়াজুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত এই ইকুপমেন্টগুলো বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের অর্থায়নে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দকৃত ইকুপমেন্ট গুলো হলো: পিপিই, সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড গ্লোভস ও হ্যান্ড স্যানিটাইজার (প্রত্যেকটি আইটেম ৪৫ টি করে) বিতরণ করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের অর্থায়নে সাংবাদিকদের জন্য হ্যান্ড গ্লোভস, ডেটল সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার (প্রত্যেকটি আইটেম একটি করে) বিতরণ করা হয়।