মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুরের গোলামবাজারে শ্যালো ইঞ্জিন চালিত যান আলমসাধু’র ধাক্কায় মারা গেছে আলো ( ৫) নামের এক শিশু। আজ শনিবার বেলা ২ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আজ শনিবার সকাল ১১ টার দিকে বামুন্দী-কাজীপুর সড়কের গোলামবাজার নামক স্থানে গোলামবাজার গ্রামের আলমগীরের মেয়ে আলো(৫) বাড়ি’র সামনের সড়ক পার হচ্ছিল। এসময় অপরদিক থেকে আসা দ্রুতগতি’র শ্যালো ইঞ্জিন চালিত যান আলমসাধু তাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।