মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনীতে ৫ কেজি গাঁজা সহ আলমগীর হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুর ২ টার দিকে গাংনী উপজেলার কাজিপুর গ্রাম থেকে এস আই অজয় কুমার ও এ এস আই আহম্মেদ আলির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আলমগীর হোসেন বগুড়া জেলার ধুনট উপজেলার শৈলমারী গ্রামের জয়নালের ছেলে। গাংনী থানার ওসি মোঃ ওবাইদুর রহমান জানান,কাজিপুর এলাকা দিয়ে গাজা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাজা ও একটি ডিসকভার মটরসাইকেল উদ্ধার করা হয়।