মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ মে:
আবারো মেহেরপুরের গাংনীর তাহের ক্লিনিকের ভুল অপারেশনের কারনে এক রুগীর মূত্যু হয়েছে।
নিহতের পিতা রেজাউল হক জানান,তার মেয়ে মায়া (৩৩) পিত্তথলিতে পাথর অপারেশনের জন্য বৃহস্পতিবার দুপুরে গাংনীর তাহের ক্লিনিকে ভর্তি করা হয়। বিকালে ডাক্তার আবু তাহেরের ভুল অপারেশনের কারনে তার মেয়ের মৃত্যু হয়। এদিকে একেরপর এক ভুল অপারেশনে রুগীর মূত্যুর ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।
মেহেরপুরের সিভিল সার্জন মোঃ আব্দুস শহিদ এবিষয়ে কিছুই জানেনা বলে জানান। এ বিষয়ে ডাক্তার আবু তাহেরের সাথে কথা বলার জন্য ক্লিনিকে গেলে তাকে পাওয়া যায়নী এবং মোবাইল ফোনে ফোন করলে তিনি কল রিসিভ করেননি।
