মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জুলাই:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী গ্রাম থেকে ৪টি তাজা হাত বোমা উদ্ধার করেছে র্যাব।রবিবার রাত দেড়টার দিকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৬ মেহেরপুর গাংনী ক্যাম্প কমান্ডার লে. (বিএন) সাজ্জাদ রায়হান জানান, কাথুলী গ্রামের ইকবাল হোসেনের বাড়ির পার্শ্ববর্তী রাস্তার পার্শ্বে বোমা পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় র্যাব। ঘটনাস্থল থেকে সুতলী জড়ানো মাঝারি সাইজের ৪টি হাত বোমা উদ্ধার করা হয়। বোমাগুলো তাজা এবং শক্তিশালী বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে র্যাব। নাশকতা সৃষ্টির জন্য কেউ বোমাগুলো রেখেছে বলে ধারনা করছে র্যাব।
