তোফায়েল হোসেন ,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী গ্রামে যুবকদের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রোববার বিকালে কাথুলী গ্রামের ৫০ টি কর্মহীন, অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।
কাথুলী বাজার কমিটির সভাপতি সাহেব আলী সেন্টু’র নেতৃত্বে এলাকার ২০ জন যুবক বিত্তবান মানুষদের সহযোগিতায় এ খাদ্য সহায়তা প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি সেন্টু তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বৈশ্বিক সমস্যা করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে হবে। এ কারণে সমাজে এমন কিছু মানুষ আছে যারা লজ্জায় মানুষের কাছে হাত পাততে পারছে না অথচ তারা কর্মহীন ও অসহায় জীবন যাপন করছেন।
তাদেরকে শনাক্ত করে তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকা অনুযায়ী রাতের আঁধারে তাদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে। তাছাড়া সকলকে সচেতন হয়ে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। এ সময় রামকৃষ্ণপুর ধলা ক্যাম্পের পুলিশ কর্মকর্তা জাহিদ হোসেন, ছাত্রলীগ নেতা জোবায়েদ হোসেন জামিল ও যুবলীগ নেতা মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।