তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত খাদ্য সহায়তা পৌরসভার ৮ শ’ টি কর্মহীন, অসহায় পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ৯ টায় পৌরসভা কার্যালয় থেকে পৌর মেয়র আশরাফুল ইসলাম এ খাদ্য সহায়তা প্রদান করেন। এ প্রকল্পের আওতায় ১৫ কেজি করে ৮ শ’ টি অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে করোনা ভাইরাস সর্তকতা বিষয়ে বলেন, যারা ইতোমধ্যেই কর্মহীন হয়ে পড়েছেন তাদেরকে ধারাবাহিকভাবে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। তবে সকলকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে হবে।
এছাড়াও সকলকে সরকারি প্রত্যেকটি নিয়ম-কানুন ও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। কর্মহীন ও অস্বচ্ছল পরিবারে খাদ্য পৌঁছে দেয়া হবে। এ সময় উপজেলা প্রশাসনের ট্যাগ অফিসার পৌরসভা কাউন্সিলরগণসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।