তোফায়েল হোসেন ,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক প্রচারণা ও অভিযান পরিচালিত হয়েছে। বুধবার সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
গাংনী এলাকায় ইতোমধ্যেই কয়েকটি রাস্তা নিজেরা উদ্বুদ্ধ হয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। তারমধ্যে কাথুলী মোড়ের ডান পাশে, গাংনী ঈদগাহপাড়ার ডান পাশে ও চৌগাছার পাকা সড়ক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। তবে যারা বাইরে থেকে উপজেলা শহরে আসছেন তাদের যথাযথ কারণ জেনে তারপর শহরে প্রবেশ করতে দেয়া হচ্ছে।
স্থানীয় কয়েকজন যুবক স্বেচ্ছাসেবার ভিত্তিতে কাজটি করে চলেছেন। গন জমায়েত রোধ কল্পে সকলের সমন্বয়ে গঠিত টিমের মাধ্যমে তরমুজ ব্যবসায়ীদের আপাতত ব্যবসা বন্ধ রেখে তরমুজ সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ সময় মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন বাংলাদেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে। এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার তেমন কোন ঔষধ আজ পর্যন্ত বিশ্বে আবিষ্কার হয়নি। তাই এ ভাইরাস থেকে মুক্তি পাওয়ার একটাই পথ তা হল প্রত্যেকের নিজ নিজ সচেতনতা।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,পৌর মেয়র আশরাফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।