মেহেরপুর নিউজ:
মেহেরপুরের সদর উপজেলার চাঁদপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে চাঁদপুর গ্রামে জীবাণু নাশক স্প্রে ও গ্রামবাসীকে সচেতন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে মেহেরপুরের চাঁদপুর গ্রামের যুবসমাজের আয়োজনে এই সচেতনা করন ও জীবানুনাশক স্প্রে প্রদান করা হয়।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় চলছে গোটা দেশ পরিস্কার পরিচ্ছন্ন অভিযান। করোনা ভাইরাস প্রতিরোধে গোটা দেশের বিভিন্ন জায়গায় জীবানুনাশক স্প্রে প্রদান করে জনগণ কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম চলছে। জীবাণু নাশক স্প্রে উদ্বোধন করেন ওটিক গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ ইউসুফ আলী।