মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ সেপ্টেম্বর:
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামক স্থানে এক সড়ক দূর্ঘটনায় ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কালু (৪২) নামের এক ব্যাক্তির অবস্থা আশংকাজনক। সে সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের মোরাদ আলীর ছেলে। অন্যান্য আহতরা হলো,বলিয়ারপুর গ্রামের আক্কাস আলীর ছেলে শরিফুল, মোরাদ আলীর ছেলে তারিকুল ,নিয়ামতের ছেলে খোকন, আরেজ আলীর ছেলে শিলন, এখলাসের ছেলে নাজমুল, কলিমের ছেলে আজিজুল, ও উজির আলীর ছেলে শহীদ। আহতদের সকলকে মেহেরপুর জেনারেল হাসপাতোলে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর থেকে আলগামন যোগে ১৩ সদস্যের একটি দল মেহেরপুরের বামনপাড়ায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে যোগাদানের লক্ষ্যে আসছিলো। পথিমধ্যে চাঁদবিলে পৌছালে বিপরীতগামী একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ১০ জন যাত্রী আহত হয়।
মেহেরপুর জেনালের হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে কালুর অবস্থা আশংকাজনক।