মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ গাংনী থানা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসক গাংনী থানা পরিদর্শন করেন।
জেলা প্রশাসক গাংনী থানায় পৌঁছালে থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর গাংনী থানা পুলিশের একটি চৌকস দল জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করে, এবং তিনি সালাম গ্রহণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার সার্বিক কার্যক্রম ও পরিবেশ পর্যালোচনা করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।