মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জানুয়ারী:
মেহেরপুরের সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ঝাঁ ঝাঁ গ্রামে শ্যালো ইঞ্জিন চালিত যান আলগামনের ধাক্কা ঘটনাস্থলে মারা গেছে ঝাঁ ঝাঁ গ্রামের আসাদুলের ৪ বছরের শিশু বাচ্চা আবু হুমায়েত। ঘাতক চালক জহিরুল ইসলাম(১৭) কে জনগন আটক করে মেহেরপুর সদর থানা পুলিশের হাতে তুলে দেয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ বলেন,ঘাতক চালক কে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। চালকের দূরদর্শিতার কারনেই এ দূর্ঘটনা।
পুলিশ ও এলাকাবাসী জানান,আজ রোববার বেলা সাড়ে ১২ টার দিকে বুড়িপোতা ইউনিয়নের ঝাঁ ঝাঁ গ্রামের আসাদুলের শিশু বাচ্চা আবু হুমায়েত(৪) ঝাঁ ঝাঁ পুকুর পাড় তলার মোড় সংলগ্ন সড়কে রাস্তা পার হচ্ছিল। এসময় অপরদিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত যান আলগামন ধাক্কা দিলে চাকায় পিষ্ঠ হয়ে ঘঁনাস্থলে মারা যায় শিশু আবু হুমায়েত।
