মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার তেঘরিয়া ঈদগা পাড়া মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে সমিতির সদস্য ও বিভিন্ন এলাকার অসহায় দরিদ্রদের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে তেরোঘরিয়া ঈদগা পাড়া মৎস্যজীবী সমিতির কার্যালয় দেড় শতাধিক হতদরিদ্র মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সমিতির সভাপতি মকলেছুর রহমান উপস্থিত থেকে সমিতির সদস্য ও বিভিন্ন এলাকার হতদরিদ্র মাঝে কেজি করে পোলাও চাল, ১ কেজি করে চিনি, ১ কেজি করে লবণ, ১লিটার করে সয়াবিন তেল, ১ এক প্যাকেট লাচ্ছা সেমাই ২টি করে সাবান বিতরণ করেন।
এ সময় সমিতির সাধারণ সম্পাদক এস এম আফজাল হাবিব, মিনারুল ইসলাম ভদ্র, কোষাধক্ষ্য শওকত আলী, মিনারুল ইসলাম রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।