মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ সেপ্টেম্বর:
মাদকের বিরোধে জনসচেতনতার লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার দিঘীরপাড়া গ্রামবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার সন্ধ্যায় ইউপি সদস্য জাফর ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দিঘীরপাড়া জামে মসজিদ থেকে শুরু করে গ্রাম প্রদক্ষিন শেষে দিঘীরপাড়া মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য জাফর ইকবাল, মুরাদ হোসেন, আব্দুল জলিল, নুরুল ইসলাম, মিন্টু মিয়া, জিল্লুর রহমান, মিয়ারুল ইসলাম,ইনজারুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ।