মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগ মেহেরপুরের নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেন। ঋণ বিতরণ কালে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ তারই একটি অংশ।